জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বাংলাদেশ সময় রাত ৯টা ১৮ মিনিটে গ্রহণ শুরু হবে। মধ্যরাত ১২টা ১১ মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় পৌঁছাবে এবং গভীর রাত ২টা ৫৫ মিনিটে এর সমাপ্তি ঘটবে।
বাংলাদেশের সব জায়গা থেকে দৃশ্যমান
চন্দ্রগ্রহণটি দেশের সব জেলা থেকেই একই সময় দেখা যাবে। আলাদা করে কোথাও সময়ের পার্থক্য থাকবে না।
আকাশ থাকবে পরিষ্কার
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এদিন রাতে দেশের অধিকাংশ স্থানে আকাশ পরিষ্কার থাকতে পারে। ফলে চন্দ্রগ্রহণ দেখার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না।
খালি চোখেই দেখা যাবে
চন্দ্রগ্রহণটি খালি চোখে সরাসরি দেখা যাবে। এছাড়া বাংলাদেশের আকাশ থেকে এর প্রতিটি ধাপ বা স্তরই দৃশ্যমান হবে।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, যারা জ্যোতির্বিদ্যা ও আকাশ পর্যবেক্ষণে আগ্রহী তাদের জন্য এ গ্রহণটি একটি বিরল অভিজ্ঞতা হয়ে থাকবে।