আজ সারা দেশে পালিত হচ্ছে মার্চ ফর গাঁজা। বাংলাদেশের প্রতিটি জেলায়, জেলায় বিক্ষোভ মিছিল বের হয়েছে বাংলাদেশের মুসলিম জনতা। মুসলিম জনতার দাবি যে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি নির্বিচারে যে, গণহত্যা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এ উপলক্ষে আজ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ও মুসলিম জনতা বিক্ষোভ মিছিল বের করেন।
মুসলিম জনতা দাবি যে ইসরাইলি পন্য বর্জন সহ বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দিচ্ছে ধর্ম প্রাণ মুসলমানরা। এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা জামায়াত ইসলামী বাংলাদেশ এর সভাপতি, ছাত্র শিবির কর্মীরা ও গার্মেন্টস শ্রমিকরাও তাদের কাজ বন্ধ রেখে এ বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন। কোনাবাড়ি, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর সহ সারা দেশে সকাল থেকে এ বিক্ষোভ সমাবেশে পালন করেন বাংলাদেশের মুসলিম জনতা।