চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন ১২ এপ্রিল (শনিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়েত ইসলামি সন্দ্বীপ উপজেলার শাখার আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান তিনি বলেন “দেশের মানুষ ৫৩ বছরে অনেক শাসন দেখেছে, এবার দেখতে চায় জামায়াতের নেতৃত্ব। তবে নির্বাচনের আগে বিগত পনেরো বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে। আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচন আয়োজন করতে হবে।”
তিনি আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো ভোটবিহীন নির্বাচন জনগণ আর চায় না। অতীতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সম্মিলিত চাপে মানুষ ভোট দিতে পারেনি। দেশবাসী এবার একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়েত ইসলামী সন্দ্বীপ শাখার সেক্রেটারি মাওলানা আবু তাহের এর সঞ্চলনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর আলহাজ্ব শাহাজাহান চৌধুরী
বিশেষ আতিথির বক্তব্য রাখেন সাবেক উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও কেন্দ্রীয় মসলিসে শুরার সদস্য সন্দ্বীপ থেকে জামায়াত মনোনীত প্রার্থী আলাউদ্দিন সিকদার, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম,ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম রনি, উত্তর জেলা সভাপতি শওকত আলী, জেলা জামায়াতে কর্ম পরিষদ সদস্য ইউসুফ বিন বক্কর, আব্দুল কুদ্দুছ,জসিমুদ্দীন আজাদ,মাওলানা মুহিউদ্দীন,জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার নায়েবে আমীর এ এম এম রফিকুল মাওলা, সহকারী সেক্রেটারি এ এস এম হালিম উল্যাহ, অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, উপজেলা অফিস সম্পাদক মাওলানা সবুর খান, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ ইকবাল হোসাইন, ফরিদ উদ্দিন নিজামী, ইলিয়াছ হায়দার,গোলাম মাওলা শিমুল,মাহবুল মাওলা রিপন, ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ উপজেলা সভাপতি মোহাম্মদ জিয়াউল হাসান সহ অনেকেই।
প্রধান বক্তা বলেন “শহীদ আবরারের শাহাদাত আমাদের দিক দেখিয়েছে। ১,৫৮৩ জন তরুণ রক্ত দিয়েছে—আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। অতীতে ফিরে যেতে চাই না, বরং কল্যাণরাষ্ট্র গড়ার লক্ষ্যে আমাদের সামনে এগোতে হবে।”