সাটুরিয়ার উপজেলার  বরাইদ-ছনকায় ফিলিস্তিনের গাজায়  ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

 ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার নৃশংসতম হত্যা ধ্বংসযজ্ঞের প্রতিবাদে, ফিলিস্তিনি ভাই-বোনদের  প্রতি সংহতি প্রকাশ এবং ইসরাইলি পন্য বয়কটের আহবান  জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার. বরাইদ ইউনিয়নের  ছনকা এলাকার বাসিন্দারা।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় ছনকা বাজার এলাকায় আশেপাশের বিপুল সংখ্যক  জনতা  এ  বিক্ষোভ মিছিল করেছেন।  এতে  বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মোয়াজ্জিন, স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্র – শিক্ষক , রাজনৈতিক দলের নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক , পেশাজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন বয়সী শ্রেণী ও পেশার বিপুল সংখ্যক মানুষ  কর্মসূচিতে অংশ নেয়।

লংমার্চ ফর গাজা সফল করতে বিক্ষোব মিছিলে ছনকা বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি আবুল হাসান ইমরানের সভাপতিত্বে  বক্তব্য রাখেন আবদুর রহমান খান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা আমিনুর রহমান। বণিক সমিতির সহ সেক্রেটারী যুবদল নেতা জয়নাল আবেদীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন  মাওলানা হাবিবুর  রহমান বাদশা, সাবেক ইউপি সদস্য  আহমদ আলী, ও রফিকুল ইসলাম প্রমূখ।

বিভিন্ন  লেখা ব্যানারসহ ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরাইল  নিতাপ যাক, ইহুদি পণ্য বয়কট ইত্যাদি শ্লোগানে শ্লোগানে মনের ক্ষোভ প্রকাশ করে।  সভা শেষে  একটি বিশাল বিক্ষোভ মিছিল মসজিদ এলাকা থেকে শুরু হয়ে বাজারের  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সভায় বক্তাগণ, গাজায়  নারকীয় বর্বরতম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ  করেন। বক্তাগণ  অবিলম্বে ইসরাইলি বর্বরতার অবসান নিশ্চিতের জন্য জাতিসংঘ এবং ওআইসি কে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান  জানান। আজকের ঢাকার উত্তাল "মার্চ ফর গাজা" কর্মসূচি সারাবিশ্বের  মাইল ফলক হয়ে  থাকবে।