বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ২ নং পঞ্চকরন ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে উপজেলা বিএনপির আহবায়ক  শহিদুল হক বাবুলের সভাপতিত্বে শনিবার ( ১২ জুলাই  দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদেম নিয়ামুল নাসির আলাপ যুগ্ম আহ্বায়ক বাগেরহাটের জেলা বিএনপি ও মনিটরিং টিম বাগেরহাট-৪, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদুল ইসলাম বল্টু, শেখ আব্দুল হালিম খোকন,বেগম রুনা গাজী এবং হাফিজুর রহমান হাফিজসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও শ্রনি পেশার ব্যক্তিবর্গ।এ সময় বক্তারা বলেন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে সকলকে ঐক্য বদ্ধ থাকতে হবে। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ।