খুরুশকুল পূর্ব হামজার ডেইল পুলিশ্যার ঘোনা এলাকায় নাগ-পঞ্চমী পাড়ায় বিশ্ব শান্তি কামনায় ২দিনব্যাপী গীতাযজ্ঞ ও চন্ডীপাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রীমৎ স্বামী প্রফুল্ল সাধুর স্মরণে নাগ-পঞ্চমী পাড়া সার্বজনীন শ্রীশ্রী শিব-কালী মন্দির পরিচালনা পরিষদরে উদ্যোগে ১ম বারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  আয়োজকরা জানান, ১৫ এপ্রিল মঙ্গলবার শুভ অধিবাস, ১৬ এপ্রিল বুধবার ব্রহ্মময় গীতাযজ্ঞ ও চন্ডিপাঠ এবং পরে মহাপ্রসাদ বিতরণ সহ নানা অনুষ্ঠান চলবে।
 
সার্বজনীন শ্রীশ্রী শিব কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী সুকুমার ব্রহ্মচারী জানান, মন্দিরের ভূমি দাতা আবুল হোছনের আন্তরিক সহযোগিতায় খুরুশকুল নাগ-পঞ্চমী পাড়ায় ১ম বারের মতো গীতাযজ্ঞ ও চন্ডীপাঠের আয়োজন করা হয়েছে। এখানে খুরুশকুল স্থানীয় সনাতনী সম্প্রদায় সহ বিভিন্ন এলাকায় থেকে অনেক শিষ্য ও গুরুমহারাজ ও ভক্তরা উপস্থিত থাকবেন। তাই ২দিনব্যাপী ব্রহ্মময় গীতাযজ্ঞ ও চন্ডীপাঠ অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন তিনি।

এদিকে সার্বজনীন শ্রীশ্রী শিব কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুজয় পাল জানান, খুরুশকুল নাগ-পঞ্চমী পাড়ায় দীর্ঘদিনের একটি পুরণো মন্দির প্রতিষ্ঠিত। এখানে কালী মন্দির, শিব মন্দির, মা-মগধ্বেশ্বরী মন্দির, বন দেবীর মন্দির, নাগ-পঞ্চমীর মন্দির, অদ্বৈতানন্দ পুরীমহারাজের মন্দির ও প্রফুল্ল সাধুর স্মরণে মন্দির প্রতিষ্ঠিত আছে। মন্দিরগুলোতে নিয়মিত পূজা-অর্চনা হয়ে থাকে। তাই ১ম বারের মতো এখানে ব্রহ্মময় গীতাযজ্ঞ ও চন্ডীপাঠের আয়োজন করা হয়েছে শুভ বৈশাখী তিথিতে। আশা করছি সকল সনাতনীরা এইদিন উপস্থিত থাকবেন।

মন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি সাগর পাল সাজু জানান, পাহাড় বেষ্টিত অত্যন্ত মনোরম পরিবেশে এই মন্দিরটি প্রতিষ্ঠিত। একদা একসময় এই স্থানের গহীণ অরণ্যে মন্দিরের নিকটে প্রফুল্ল সাধু ধ্যানমগ্ন ছিলেন বলে জানা যায়। তাই প্রফুল্ল সাধুর স্মরণে এখানে মন্দিরও প্রতিষ্ঠিত আছে। আগামীর তীর্থস্থান এই মন্দিরে ১ম বারের মতো আয়োজিত ২দিনব্যাপী ব্রহ্মময় গীতাযজ্ঞ ও চন্ডিপাঠ অনুষ্ঠানে সকল ভ্ক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।