সড়ক দুর্ঘটনায় নিহত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা, গুরুতর আহত সহোদর


সিলেটের জকিগঞ্জ উপজেলার থানাবাজারে বাসের ধাক্কায় এক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা নিহত হয়েছেন এবং একই সাথে গুরুতর আহত হয়েছেন তার সহোদর। ১৫ই এপ্রিল মঙ্গলবার বেলা ০৩:৩০ঘটিকায় মোটর সাইকেল যোগে জকিগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন দুই সহোদর। থানাবাজার সংলগ্ন আলোর মেলা স্কুল এন্ড কলেজের
পূর্ব পাশে এসে পৌঁছালে সিলেট থেকে জকিগঞ্জের উদ্দেশ্য ছেড়ে একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান উক্ত শিক্ষিকা এবং একই সাথে গুরুতর আহত হন তাঁর ছোট ভাই। এ ঘটনায় জকিগঞ্জ জুড়ে বিরাজ করছে শোকের মাতম।

নিহত শিক্ষিকার নাম তাসনিয়া পারভীন জুঁই (২৭) এবং আহত ব্যক্তির নাম ইমদাদুল হক ইমন (২৪)। তাঁরা ৫নং জকিগঞ্জ ইউনিয়নের লালগ্রাম নিবাসী সাবেক বিজিবি কমান্ডার আমিনুল হক বাচ্চুর মেয়ে এবং ছেলে।

তাসনিয়া পারভীন জুঁই সুলতানপুর নূরানী কিন্ডারগার্টেন এর সাবেক প্রধান শিক্ষক এবং ক্যাডেটহোম স্কুলের বর্তমান সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি একাধারে জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, হাফছা মজুমদার মহিলা কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ এর সাবেক এবং মদন মোহন কলেজের বর্তমান ছাত্রী।

দূর্ঘটনায় আহত তার সহোদর ইমদাদুল হক ইমন একজন বিজিবি সদস্য।
ঘাতক বাসের নাম্বার সিলেট ব-১১০০৩৩। স্থানীয় জনগণ মিলে বাসটি আটক করেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার জন্য নিহত শিক্ষিকার পরিবার থেকে আবেদন পাওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার রাত ১১:০০ ঘটিকায় নিহতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে নিহতের বিগত ১লা মার্চের একটি ফেসবুক স্ট্যাটাস নেট দুনিয়ায় ভাইরাল। ঐ তারিখে তিনি লিখেন, "জীবনের পথচলায় অনেক ভুল করেছি, অনেকের মনে কষ্ট দিয়েছি, অনেক সময় না বুঝে, অনেক সময় আবেগে রাগে।

জেনে বা না জেনে যেসব খারাপ কাজ করেছি, যার জন্য কেউ কষ্ট পেয়েছে, আজ সবার কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি।

আমি মানুষ, ভুল হবেই, আমি অবশ্যই ভুলের উপরে নয়। 

যদি কখনো আপনাদের কষ্ট দিয়ে থাকি, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। 

মানুষ ভুলের উর্ধ্বে নয়, কিন্তু ভুল স্বীকার করাই বড়ত্বের লক্ষণ।"

পাড়া পড়শী ও আত্মীয়স্বজন আফসোস করে বলছেন, মেয়েটি যেন ঘোষণা দিয়েই আড়াল হলো।