সিলেটের জৈন্তাপুর উপজেলায় তৈয়ব আলি কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট এর প্রাক্তন ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ৮ দফা দাবী বাস্তবায়নের দাবীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৬ই এপ্রিল) সকাল ১০:০০ ঘটিকায় কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিষ্ঠান সংলগ্ন তামাবিল মহাসড়কের পাশে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
এ সময় ব্যানার প্লে -কার্ড হাতে মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। এ সময় তারা দ্রুত সময়ের মধ্য তাদের ৮ দফা দাবী বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানান।
দাবীগুলো হচ্ছে, উচ্চ শিক্ষার সুযোগ প্রদানে, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিত করণ। ২য় দফা হলো,উপ- সহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসেবে গেজেটভুক্ত করে প্রজ্ঞাপন জারী, ৩য় দফা হলো কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা। ৪র্থ দফা হলো কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে সরিয়ে কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র প্রতিষ্ঠানে রুপান্তর করা।
এছাড়াও অন্য দাবীগুলো হচ্ছে, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি কেবল ডিপ্লোমা কৃষিবিদ জন্য সংরক্ষিত রাখা। বেসরকারি চাকরীর ক্ষেত্রে ডিপ্লোমা কৃষিবিদদের নূন্যতম দশম গ্রেডের বেতন নির্ধারন করা। এছাড়াও কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য মাঠ সংযুক্তি ভাতা চালু সহ উপ- সহকারী কৃষি কর্মকর্তাদের জন্য চাকরী প্রবেশের পর ছয় মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্হা করা।
এ সময় অবস্থান কর্মসূচি পালন কালে আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী গোলাম কিবরিয়া, মেহেদী হাসান রুবেল,সাজিদা আক্তার। এ ছাড়াও আরো বক্তব্য রাখেন সপ্তম সেমিস্টারে শিক্ষার্থী চন্দ্রজিৎ দাস, ৫ম সেমিস্টারের আল আমিন, শ্রাবনী রানী দাস,শিশির দেব,৩য় সেমিস্টারের হারুন উর রশিদ, ১ম সেমিস্টারের কামরুল হাসান সহ অন্যান্যরা।