ঢাকার ধামরাইয়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ০৫ আগস্টে নিহত শহীদ আফিকুল ইসলাম সাদের স্মৃতি রক্ষায় ধামরাই পৌরসভার ০১ নং ওয়ার্ডে শহীদ সাদ সড়ক নামে একটি রাস্তার কাজ উদ্বোধন করেছে পৌর প্রশাসন।
বুধবার (১৬ এপ্রিল) বেলা এগারোটার দিকে উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক এ রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, ০১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ মিয়া প্রমুখ।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মৃতিরক্ষায় ‘জুলাই ২৪’- শহীদ সাদ সড়ক নামে এ রাস্তা দুটির নামকরণ করা হয়েছে। অচিরেই রাস্তার কাজ সম্পূর্ণ হবে। ধামরাই পৌরসভার জনগণের স্বার্থে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।