আশুলিয়া থানায় নয়ারহাট ঢাকা আরিচা মহাসড়ক রোডে আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে বাংলা বর্ষবরণ উপলক্ষে বর্ণিল  বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।আনন্দ শোভাযাত্রা রেলীর নেতৃত্ব দেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাছেদ দেওয়ান। বর্যবরণ রেলিতে অংশগ্রহণ করেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান ইলিয়াসশাহী,পাথালিয়া ইউনিয়ন বিনপির সহ-সভাপতি সোলায়মান দেওয়ান,দৈনিক আলোকিত সকাল পত্রিকার সিনিয়র সহসম্পাদক বশির আহমেদ, সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রদল সভাপতি ইমু ইমরান এবং স্হানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ। রেলিটি নয়ারহাট বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কোহিনুর গেট পদক্ষিণ করে নয়ারহাট গণবিদ্যাপীঠ মাঠ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। বাছেদ দেওয়ান বলেন,শুভ নববর্ষ গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য এবং বাঙালি জাতির আনন্দ উৎসবমুখর দিন।দীর্ঘ ১৭ বছর পর আমরা আজকে স্বাধীন এবং উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষকে সাদরে বরণ করে নিতে পারলাম। স্বৈরাচার আওয়ামী সরকারের জন্য এতোদিন আমরা ঘরেই থাকতে পারিনি,তাই বর্ষবরণ অনুষ্ঠান করতে পারি নাই। পরিশেষে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করে নেতাকর্মীদের নিয়ে পান্তা ইলিশ খাবার খান।