নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় দিন ব্যাপী স্টুডেন্ট ব্রিগেড ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।


জানা যায়, শিক্ষার্থীদের স্বাস্থ্যাভ্যাস পরিবর্তন, সুস্থতা এবং সামগ্রিকভাবে স্কুলের পরিচ্ছন্নতা নিশ্চিত করে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাক ওয়াশ কর্মসূচি আত্রাই উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ওয়াশ কার্যক্রম বাস্তবায়ন করছে। কার্যক্রমের অংশ হিসাবে খনজোর জয়সাড়া উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ব্রিগেড ট্রেনিং অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে ৬ষ্ঠ শ্রেণি হতে ৯ম শ্রেণির মোট ২৪ জন শিক্ষার্থী অংশ নেন। 
প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার। তিনি প্রশিক্ষণসহ ব্র্যাক ওয়াশ কর্মসূচির কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন । সেইসাথে ব্র্যাকের উক্ত কার্যক্রমের সফলতা কামনা করেন।

 এসময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সরকার,সহকারী শিক্ষক এরশাদুল ইসলাম ও মোর্শেদা বানু, সুজিত কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।