বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সান্তাহার শাখার অধীনে আদমদীঘি উপশাখার উদ্বোধন করা হয়েছে। এ লক্ষ্যে এক আলোচনা সভা গতকাল বুধবার (২৫ জুন) বেলা ১১ টায় আদমদীঘি পশ্চিম বাজার তালুকদার মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক শাখা অফিসে চত্ত্বরে ইসলামী ব্যাংক সান্তাহার শাখার ফাষ্ট এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান আতিকুর রহমানের সভাপতিত্বে ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জোন প্রধান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিহাব উদ্দিন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী আদমদীঘি উপজেলা শাখার আমীর হাফেজ আতোয়ার হোসেন, নওগাঁ ইসলামী ব্যাংক শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান আবদুল লতিফ, আদমদীঘি বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক আদমদীঘি উপশাখার প্রিন্সিপাল অফিসার ও ইনচার্জ রুহুল আমিন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী ব্যাংক পিএলসি আদমদীঘি শাখার সিনিয়র অফিসার ও ডেপুটি ইনচার্জ শরফুল ইসলাম।