নাশকতা মামলায় বগুড়া-৩ আসনের সাবেক এমপি খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের ছোট ভাই শহিদুল্লাহ আল মেহেদী আপনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আপন আদমদীঘি উপজেলা আওয়াামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর ছেলে। সোমবার রাতে উপজেলার শিবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। 
পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার শিবপুর এলাকা থেকে আওয়ামীলীগ কর্মী ও সাবেক এমপির ছোট ভাই শহিদুল্লাহ আল মেহেদী আপনকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামীলীগের কর্মী আপনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।