বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে রানী ভবানী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বিকালে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে স্কুল মাঠে এই খেলার আয়োজন হয়। নির্ধারিত সময়ে খেলাটি অমিমাংসিত থাকায় ট্রাইবেকারের মাধ্যমে ৪-৩ গোলে ইসবপুর ফুটবল একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ছাতিয়ানগ্রাম ফুটবল একাডেমী। চার দিনব্যাপী অনুষ্ঠিত খেলায় ইউনিয়নের ৮টি দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে অতিথি হিসেবে পুরষ্কার তুলে দেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান ফটিক, ফিরোজ আলী পিন্টু, মোতালেব হোসেন, যুবদল নেতা আশফাকুল ইসলাম পাভেল, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক ওয়াহেদুন্নবী তামিম, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক বাপ্পী হোসেন রাহুল, জাহিদ, বিপুল, জিহাদ প্রমূখ। খেলায় সার্বিক
খেলা পরিচালনা করেন রেফারি রেজাউল করিম স্বপন এবং দুই সহকারী শাকিল আলম ও শাহিন আলম। ভাষ্যকার ছিলেন রবিউল ইসলাম। সন্ধ্যা ৭টায় খেলা শেষে দু’দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। টুর্নামেন্টের জন্য আর্থিক সহযোগিতা করেন আমেরিকা প্রবাসী মিলন রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন।