আইনের শাসনের প্রতীক, মানুষের শেষ আশ্রয়স্থল—আদালতের প্রাঙ্গণ। অথচ সেই নিরাপত্তার চৌহদ্দি পেরিয়েই যখন ছুরি-কাঁচির ঝলকানি নামে, তখন কাঁপে জনমন। নরসিংদীর জজ আদালত চত্বর থেকে বের হওয়ার পর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম এবং তার মক্কেল জামিনপ্রাপ্ত মোবারক হোসেন প্রকাশ্যে দুর্বৃত্তদের সশস্ত্র হামলার শিকার হন।
সোমবার (৭ জুলাই) দুপুরে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত থেকে জামিন পেয়ে বেরিয়ে চেম্বারের দিকে রওনা হওয়া মাত্রই একদল দেশীয় অস্ত্রে সজ্জিত হামলাকারী অতর্কিতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পূর্বপরিকল্পিত এই আক্রমণে মোবারক হোসেন গুরুতর আহত হন এবং বর্তমানে নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। হামলা ঠেকাতে গিয়ে অ্যাডভোকেট কাজী নজরুল ইসলামও আহত হন।
চমৎকার দৃশ্য দেখা যায় রাস্তায়—যেখানে কয়েকজন সাহসী ছাত্র ও তরুণ পথচারী এগিয়ে এসে দৃপ্ত প্রতিবাদে হামলাকারীদের প্রতিহত করেন। দুর্বৃত্তরা পালিয়ে যায় জনরোষের মুখে।
ঘটনাটির পর থেকেই এলাকায় বিরাজ করছে তীব্র আতঙ্ক ও ক্ষোভ। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের প্রক্রিয়া চলছে।
ঘটনাটির নিন্দা জানিয়ে সামাজিক ও আইনজীবী মহল বলছে, “যেখানে আইনজীবীই আদালত থেকে বের হয়ে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কল্পনা নয় কি?”