ভালোর সাথে,,, আলোর পথে,,আমরা  আছি  সকল শ্রেণী পেশার মানুষের পাশে ,,, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫. অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব সিরাজগঞ্জ জেলা শাখা। এই সংগঠনের যাত্রা শুরু হয়  ১৯৩১ সালে  জোহানেসবার্গ আমেরিকায়।
বাংলাদেশে ১৯৬১ সাল থেকে এখন পর্যন্ত কার্যক্রম চলমান রয়েছে। মূলত : এই স্বেচ্ছাসেবী সংগঠনটি দেশের অবহেলিত মানুষের পাশে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। যেমন : দেশের করোনাকালীন সময়ে জনগণের পাশে সহযোগিতা, প্রতিবন্ধী, ও ছিন্নমুল অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই সংগঠনের   কাজ । প্রতি এক বছর পর পর নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সে লক্ষ্যে গতকাল সিরাজগঞ্জ একটি রেস্তোরার হল রুমে নতুন কমিটি গঠনের সেমিনার অনুষ্ঠিত হয়। প্রথমে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। উপস্থিত সকল সদস্যগণের পরিচিতি পর্ব শেষে, সবাই শুভেচ্ছা বক্তব্য রাখেন।  বক্তব্যে সদস্যগণ বলেন, সিরাজগঞ্জ জেলা কমিটি যেন  শক্তিশালী হয়, ভালো দেখে নতুন সদস্য  নিতে হবে, কোন খারাপ সদস্য দ্বারা এই সংগঠনের ভাবমূর্তি যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, আগামী এক বছরের জন্য নতুন এই কমিটির কাছে, ভালো কিছু আশা করেন সকল সদস্যগণ । এরপর নতুন কমিটির সদস্য গণ কে 
ফুল দিয়ে বরন করে নেন। নতুন কমিটির তালিকা নিম্নরূপ ঃ
১.প্রেসিডেন্ট ঃ এপেক্সিয়ান  আল আমিন তালুকদার। 
২.সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: 
এপেক্সিয়ান মোঃ এনামুল কবির খান। 
৩. ipp & Expansion director : এপেক্সশিয়ান: ইউলাদ হায়দার খান। 
৪. secretary and dinner notice editor : এপেক্সিয়ান মোঃসোহেল রানা রনি। 
৫. treasurer: এপেক্সিয়ান মো: শরীফ আহমেদ। 
৬. service director : এপেক্সিয়ান মো: মাহমুদুল্লাহ  সিরাজী। 
৭.membership & attendance director : এপেক্সিয়ান, ডক্টর সেলিম রেজা। 
৮.fellowship & public relation director : এপেক্সিয়ান, শিরিন ফেরদৌসী। 
৯.public speaking  & debating director : এপেক্সিয়ান, এস,এম, ইবনে কায়েস। 
১০.Sgt- At- Arms: এপেক্সিয়ান, আবু তারেক হাবিব। সবাই করতালি  দিয়ে  এই নতুন কমিটির সদস্যগণ কে অভিনন্দন জানান। চেয়ারম্যান ইলেকশন কমিশনের দায়িত্ব পালন করেন,, এপেক্সিয়ান খগেন্দ্রনাথ রায়। 
আব্দুর রাজ্জাক (সদস্য ইলেকশন কমিশন). 
অ্যাডভোকেট আব্বাস আলী (সদস্য ইলেকশন  কমিশন). 
ডাক্তার শফিকুল ইসলাম (সদস্য ইলেকশন কমিশন). 
আল মাসুদুর রহমান পলাশ (সদস্য ইলেকশন কমিশন). 
মোঃ তাজুল ইসলাম (সদস্য ইলেকশন কমিশন). 
Ap:n: মোঃ হেলাল আহমেদ pdg.(অবজারভার ইলেকশন কমিশন). সবশেষে সবাই সবার দায়িত্ব বুঝে নিয়ে, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল  কামনা করে মিটিং শেষ করা হয়।