নওগাঁর ধামইরহাটে পরিত্যক্ত স্থানে পুকুর খননকালে কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার (৮ মার্চ) দিবাগত রাত প্রায় নয়টায় উপজেলার ছোট শিবপুর নামক এলাকা থেকে ১৫ কেজি ৫০০ শত গ্রাম ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী জানান, উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত ছোট শিবপুর এলাকার আমেজ উদ্দীনের ছেলে মোঃ আব্দুস সাত্তারের একটি পুকুরের খনেনর কাজ করছিল।
খননের একপর্যায়ে ওই পুকুরে মধ্যে মূর্তিটি দেখা গেলে তাৎক্ষনিক থানা পুলিশে অবগত করা হয়। পরে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, পুলিশ পরিদর্শক (তদন্ত) অফিসার মোঃ আব্দুল গণি, সাব উদ্ধারকৃত এই কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রাচীণ এই মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতাত্ত্বিক বিভাগের নিকট হস্তান্তর করা হবে।