দেশীয় মাছ রক্ষা পেলে খাদ্য পুষ্টি দুই-ই-মেলে - এ স্লোগানকে সামনে রেখে(২০২৪-২৫) অর্থবছরে "দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প" (প্রথম সংশোধিত) এর আওতায় বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দেশীয় মাছ রক্ষার্থে বরগুনা আমতলী উপজেলার নিবন্ধিত ৩৫ জন জেলেদের প্রত্যেকের মাঝে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বিতরণের সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম। সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে রবিবার(১৬ফেব্রুয়ারি) দুপুর ১টায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তন্ময় কুমার সভাপতিত্বে কার্যালয়ের সামনে বকনা বাছুর বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনজুরুল হক কাওসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের প্রতিনিধি ফাতেমাতুজোহরা মৈত্রী সহ উপজেলা মৎস্য অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।