বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের দক্ষিণ সরারচর এলাকার মোছাঃ মনোয়ারা বেগম কে গৃহ নির্মান সহায়তা হিসাবে দুই বান্ডিল ডেউটিন ও ছয় হাজার টাকার চেক বিতরণ করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম। আজ সকালে নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে এই ডেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। 

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা সরারচর ইউনিয়নের দক্ষিণ সরারচর গ্রামের মনোয়ারা বেগম একজন বিধবা বৃদ্ধ নারী,তার পরিবার সদস্য সংখ্যা পাঁচ জন একজন প্রতিবন্ধী মেয়ে অন্যের বাড়িতে কাজ করে সংসার চলে।তার ঘরে বৃষ্টি আসলে টিনের চাল দিয়ে পানি পরে বিছানা পত্র ভিজে যেতো,অর্থনৈতিক সমস্যার কারণে তিন বেলা খাবার ওই জুটে না তার কপালে।এরই মধ্যে বর্ষা মৌসুম একটু বৃষ্টি হলেই তার ঘর ভিজে যেতো।তিনি তার ঘর নির্মান এর সহায়তা পেয়ে বলেন এখন আর আমার ঘরের চাল দিয়ে পানি পড়বে না,একটু শান্তিতে বৃষ্টি আসলে ও ঘুমাতে পারবো,আমি সরকার এর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি।