আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছায় রক্তদান সংস্থা ও সুসম্পর্ক মানবকল্যাণ সোসাইটির উদ্যোগে হতদরিদ্র বৃদ্ধ সামসুল হক মাতুব্বরকে ঘর উপহার দেয়া হয়েছে। শনিবার সোসাইটির সদস্যরা তার হাতে ঘরের চাবি তুলে দেন। এতে হত দরিদ্র সামসুল হক খুবই আনন্দিত।
জানাগেছে, উপজেলার কলাগাছিয়া গ্রামের হত দরিদ্র বৃদ্ধ সামসুল হক (৭৫) দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছেন। তার বসবাসের কষ্ট দেখে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছায় রক্তদান সংস্থা ও সুসম্পর্ক মানবকল্যাণ সোসাইটির সদস্যরা তাকে ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ নেয়। পরে তারা ৯৫ হাজার টাকা ব্যয়ে টিন সেডের ঘর নির্মাণ করে দেন। শনিবার দুপুরে ওই ঘরের চাবি তার হাতে তুলে দেন সংস্থার সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন রাসেল মাতুব্বর, ইউটি সদস্য হানিফ বিশ্বাস, সাংবাদিক সাজ্জাদ হোসাইন শরীফ, মিজান মাতুব্বর, মেদেহী হাসান অভি ও সাইফুল ইসলাম সাগর।