খারাপ মৌসুমে ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিনামুল্যে সার-বীজ, তিনজন কৃষককে হার্বেষ্টার মেশিন বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।

খারাপ মৌসুমে ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিনামুল্যে সার-বীজ, তিনজন কৃষককে হার্বেষ্টার মেশিন বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন। 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু সৈয়দ মোঃ জোবায়দুল হক,উপজেলা কৃষি অফিসার ঈশা ইকবাল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান,  নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোঃ আরমান ভুইয়া, এবিএম কাউসার জামান, মোঃ তারিকুল ইসলাম, মো সাইফুল ইসলাম, তালুকদার মোঃ ইনতেজার। সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামান বাদল খান, আসাদুজ্জামান মিন্টু মল্লিক ও সোহেলী পারভীন মালা।

 এর আগে সমলয় পদ্ধতিতে চাষকৃত ৫০ একর বোরো ধান কর্তণের উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক। কৃষকদের জনপ্রতি ২৫ কেজি সার-বীজ বিতরন করা হয়েছে।