চাঁপাইনবাবগঞ্জ তথা রাজশাহী বিভাগের আমের খ্যাতি দেশজুড়ে। নির্ধারিত সময়সূচী অনুযায়ী আম সংগ্রহ ও বাজারজাতকরণ নিশ্চিত করলে ভোক্তারা পাবেন নিরাপদ ও পরিপক্ক আম আর চাষীরাও পাবেন নায্য মূল্য। রাজশাহী বিভাগে ২০২৫ সালের আম পাড়ার মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১৫ মে থেকে। আম পাড়ার সময়সূচী ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী নিম্নে দেওয়া হল: গুটিআম ১৫ মে গোপালভোগ ২০ মেয়ে, লক্ষণ ভোগ ২৫ মে, লক্ষণভোগ ২৫শে মে, হিমসাগর ৩০শে মে ল্যাংড়া, ব্যানানা আম ১০ জন, আম্রপালি ; ফজলি ১৫ জন, বারি আম ৪ পাঁচ জুন, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতী ১৫ জুলাই এছাড়াও কাটি মন,; বারি আম ১১ সারা বছর সংগ্রহ করা যাবে।
এই সময়সূচী অনুযায়ী চাষীরা নির্ধারিত তারিখের আগে আম সংগ্রহ করতে পারবেন না তবে প্রাকৃতিক দুর্যোগ বা বিশেষ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুমতি নিয়ে আগাম আম পাড়ার সুযোগ রয়েছে । কেউ যদি ম্যাংগো ক্যালেন্ডার অমান্য করে অপরিপক্ক আম সংগ্রহ বা রাসায়নিক ব্যবহার করে পাকানোর চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে বাগান ও বাজার তদারকি করবেন।