এটা কি পদ্মা সেতু ও কালনা সেতুর সুফলতা,না কি কুফলতা কালনা যশোর মহা সড়কে প্রতিনিয়ত চলছে মৃত্যুর মিছিল। সাধারণ মানুষের মনে একটায় প্রশ্ন হলো, কবে আমরা নিরাপদে চলাচল করতে পারবো।কালনা সেতু ও পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে,যে পরিমান গাড়ীর চাপ,সরাসরি ঢাকা থেকে বেনাপোল গামী পরিবহন বেড়েছে,কিন্তু বাড়েনি রাস্তার প্রস্ততা, যে খানে প্রয়োজন ৬ লেন,কিন্তু সেখানে ২লেন দিয়েই চলাচল করছে যানবাহন গুলো। গত ২৫শে ডিসেম্বর যশোর থেকে আাশা একটি ড্রাম ট্রাকের সঙ্গে, নড়াইল থেকে আশা মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, মোটরসাইকেল আরহী ২জন ছিলেন, এই দুর্ঘটনায় দুইজনের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক হলে তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।