শীতের গভীর রাতে, যখন চারদিক নিস্তব্ধ হয়ে যেত, তখন আমরা অনেকেই আলেক চাচার সেই ছোট্ট চায়ের দোকানে যেতাম

শীতের গভীর রাতে, যখন চারদিক নিস্তব্ধ হয়ে যেত, তখন আমরা অনেকেই আলেক চাচার সেই ছোট্ট চায়ের দোকানে যেতাম। চাচার হাতে বানানো এক কাপ গরম চা যেন জীবনের ক্লান্তি ভুলিয়ে দিত।

বর্তমানে জীবিকার তাগিদে চাচা ভ্যান চালিয়ে সংসার চালাতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত শুক্রবার হলরোড থেকে তার ভ্যানটি চুরি হয়ে যায়। এখন তার আয়ের একমাত্র পথটি বন্ধ হয়ে গেছে।

এই কঠিন সময়ে চাচা আমাদের—বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের—কাছে তার কষ্টের কথা জানাতে অনুরোধ করেছেন।

আসুন, আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আলেক চাচার পাশে দাঁড়াই। তিনি এক সময় আমাদের কষ্ট বুঝে এক কাপ গরম চা দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন, আজ আমাদের পালা।