পয়লা বাজার বাসস্ট্যান্ড এ শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক রহিমাহুল্লাহ এর বিচারের দাবিতে ৩রা মার্চ রোজ সোমবার ৩ ঘটিকায়  প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রসিকিউটর এডমিন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এর এডমিন মনোয়ার হুসাইন তামিম বলেন এই জাহানারা শ্রেষ্ঠ জালিম এর বিচারের দায়িত্ব আমাকে দিয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মাওলানা রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনোয়ার হোসেন রনি।এই প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন গাজী মাওলানা গাজী আবু বকর সিদ্দিক রহিমাহুল্লাহ এর সুযোগ্য সন্তান ও প্রসিকিউটর এডমিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর গাজী মোনাওয়ার হুসাইন তামিম, ইসলামিক আলোচোক মুফতি কাজী ইব্রাহীম, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট,জনাব মাসুদ সাঈদী সাবেক চেয়ারম্যান জিয়ানগর উপজেলা,আলী আহমাদ মাবরুর বিশিষ্ট লেখক ও অনুবাদক, জামাতের সহকারী জেনারেল কামরুজ্জামান এর সন্তান হাসান ইমাম ওয়াফি ও আব্দুল মাবুদ মাওলানা। প্রতিবাদ সমাবেশে বক্তরা আবু বকর সিদ্দিক রহিমাহুল্লাহ এর বিচারের দাবি ও পুনঃ তদন্ত এর মাধ্যমে শাস্তির দাবি তুলছেন। বক্তারা বলেন আমরা সবাই শহীদ পরিবারের সন্তানরা এক মঞ্চে এসেছি,তারা আরো বলেন খুনি শেখ হাসিনার জায়গায় এই বাংলাদেশে হবে না তাদের কবর ও এই দেশে হবে না। অসংখ্য আলেমদের হত্যার বিচারের এর দাবি তোলেন। বক্তব্যবে আল্লাহমা দেলোয়ার হোসেন সাঈদীর সন্তান মাসুদ সাঈদী বলেন আবু বকর সিদ্দিক সাহেব এর মত আমার বাবাকে ও ৫ বার হত্যার চেষ্টা করেছিলো।যারা শহীদ আবু বকর সিদ্দিক হত্যা করেছিলো তাদের বিচার এই মাটিতে হবে।যারা যুদ্ধাপরাধীদের বিচারের নাটক সাজিয়ে ছিলেন সব ছিলো ভারতের ইন্ধন। শুধু মাত্র ভারতের এজেন্টডা বাস্তবায়ন করার জন্য আলেমদের হত্যা করা হয়েছে।এছাড়া ও বক্তব্যবে গাজী তামিম বলেন আমার আব্বুর জন্য দোয়া করবেন। তিনি বলেন আল্লাহ আমাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ জালিম শেখ হাসিনার বিচারের দায়িত্ব আমাকে দিয়েছে। আমি যেন সঠিক ভাবে বিচার করতে পারি সেই দোয়া করবেন।তার পিতার জন্য  নিজে সবাই কে সাথে নিয়ে দোয়া করেন।