আশাশুনিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।

আশাশুনিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিস সোমবার (৩০ জুন) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। 
উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাস্টর বৈদ্যনাথ সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রকিব, আবু সেলিম, গৌরাংগ গাইন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ৩ শিশুকে ৩টি হুইল চেয়ার, ৯ শিশুকে চশমা, ৪ শিশুকে ক্রাচ ও ১ শিশুকে ১ টি হেয়ারিং মেশিন প্রদান করা হয়। সকল সরঞ্জামাদি বিনামূল্যে বিতরণ করা হয়।