সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গায় “সুন্দরবন সুরক্ষা বিষয়ক পটগান” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বিশেষ পটগান অনুষ্ঠিত হয়।
হেলভেটাস কো-অপারেশন ও জার্মান সরকারের আর্থিক সহযোগিতায় আশাশুনি ইয়ুথ ফর সুন্দরবন এর সক্রিয় সহযোগিতায় রূপান্তর থিয়েটার শিল্পী গোষ্ঠী এ অনুষ্ঠান বাস্তবায়ন করে। কেবল বিনোদন নয়, বরং সুন্দরবনের গুরুত্ব ও তার সুরক্ষার প্রয়োজনীয়তা সকলের অন্তরে গেঁথে দিতে এই ব্যতিক্রমি সাংস্কৃতিক উদ্যোগ গ্রহন করা হয়। উপস্থিত শত শত দর্শক শ্রোতা বিনোদন মূলক, জীবন ও পরিবেশ রক্ষায় করণীয় গুরুত্বপূর্ন ও অপরিহার্য শিক্ষণীয় হৃদয় স্পর্শী উপদেশ পেয়ে উপকৃত হয়েছে। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তি, রূপান্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।