আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল ০৫/০৭/২০২৫ তারিখ ফরিদপুর - ৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা শতাধিক গাড়ি বহর নিয়ে গণসংযোগ করেছেন।
শনিবার (৫ জুলাই) সকালে ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার সংলগ্ন প্রার্থীর নিজ বাসভবন থেকে শোভাযাত্রা শুরু করে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে একই স্থানে এসে শেষ করেন।
শোভাযাত্রায় অসংখ্য মোটরসাইকেল, পিকআপ ও মাইক্রোবাস অংশ নেয়। শোভাযাত্রা নিরাপদ রাখতে রাখা হয়েছিল চিকিৎসক। পাশাপাশি যান্ত্রিক ত্রুটি মোকাবিলায় ছিল মোটর মেকানিক।
মোটর শোভাযাত্রায় অংশ নেন ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালী উল্লাহ, সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতি জাকির হুসাইন, সাধারণ সম্পাদক মুফতি সাদেকুর রহমান সিদ্দিকী, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি যাকারিয়া, সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দীনসহ দলের অসংখ্য নেতা-কর্মীরা এবং সাধারণ জনগন।
এসময় সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতি জাকির হুসাইন বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস, ফরিদপুর- ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে আজ আমরা নির্বাচনী এলাকা সদরপুর ও চরভদ্রাসনে গণসংযোগ করেছি। ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার থেকে সদরপুরে পৌঁছায়। প্রায় তিন হাজার মানুষের উপস্থিতি নিয়ে এই গণসংযোগকালে মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
খেলাফত মজলিসের ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালী উল্লাহ বলেন আমরা স্বাধীনতার পর থেকে বিভিন্ন দলের রাজনীতি দেখে আসছি, বিভিন্ন সময় বিভিন্ন সরকারের শাসন দেখে আসছি,, তাই আমরা এবার সাইফুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস এর ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই আমরা মানুষের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুস্থ হয় ফরিদপুর -৪ আসনে খেলাফত মজলিশের রিক্সা মার্কার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ।
গণসংযোগ শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়তে ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই। বাংলাদেশ খেলাফত মজলিস সে লক্ষ্যেই পুরোদমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর-৪ আসনে দলের পক্ষ থেকে আমাকে মনোনীত করেছেন আমাদের নেতা বাংলাদেশের প্রখ্যাত আগামী দিন জনাব হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান,, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক। আমাদের প্রতিক রিক্সা। আজ আমরা দলের পক্ষ থেকে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন অঞ্চলে গণসংযোগ করেছি। এলাকার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছি। আমাদের নেতা মাওলানা মামুনুল হক সাহেবের দল হিসেবে ইতিমধ্যেই জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের এই গণসংযোগ চলমান থাকবে এবং মানুষের প্রতিটি ঘরের দরজায় আমাদের ও আমাদের দলনেতার সালাম পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর । আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।