নওগাঁর মান্দা উপজেলার কবি,লেখক ও সাহিত্য অনুরাগীদের সংগঠন ‘জলসিড়ি’ এর শুভ পরাগায়ন করা হয়েছে। শনিবার ৫ জুলাই উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এর শুভ পরাগায়ন করা হয়। এতে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ আলম মিয়া।
এসময় লেখক,কবি,সাহিত্যিক,প্রাবন্ধিক,
এসময় বক্তারা বলেন, ‘জলসিড়ি’ মান্দার সাহিত্যাঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করবে। এই সংগঠনের মাধ্যমে তরুণ লেখক-কবিদের মধ্যে সাহিত্যচর্চা আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা ।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক নজরুল ইসলাম,হাবিবুর রহমান,পলাশ চন্দ্র এবং মাহবুবুজ্জামান সেতু প্রমূখ।
শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এবং সাংগঠনিক পরিকল্পনা নিয়ে একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করা হয়।