রবিবার (১৭ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার গাজিরচট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকার মো. রমজান আলী ভূইয়ার ছেলে আশিক ভূইয়া (২৫) ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার চৌদা লক্ষীপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে জলিল মিয়া (২৪)। বর্তমানে তিনি আশুলিয়ার গাজিরচট বুড়িরবাজার এলাকার মোজাম্মেল মিয়ার বাড়িতে ভাড়া থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার গাজিরচট এলাকায় কতিপয় মাদক কারবারিরা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।