সাভারের আশুলিয়ার নিখোঁজের ১২ ঘন্টা পর মাছের ঘের থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ

সাভারের আশুলিয়ার নিখোঁজের ১২ ঘন্টা পর মাছের ঘের থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ
বুধবার (১৪ মে) সকাল ৮টার দিকে পশ্চিম বাইপাইল শান্তিনগর এলাকার একটি মাছ চাষের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী আশুলিয়া থানা পুলিশ কে জানায় পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিশু মাদ্রাসা শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করে। 
এলাকাবাসীর ধারনা সাঁতার না জানার কারণে শিশু দুইটির এই অকালমৃত্যু, স্থানীয় জলাশয় গুলো ফ্যাক্টরীর বর্জ্য এর কারণে দূষিত থাকায় তা সাঁতার শেখার জন্য উপযোগী নয়  সেই সাথে সাঁতার শেখার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করেন। 
নিহত শিশুদের একজন হলেন পাবনার সাথিয়া থানার সাটিয়া কুল এলাকার রতন মোল্লার ছেলে লিমন মোল্লা (১১) এবং অন্যজন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার শিমুলিয়া এলাকার জিয়াউল সরদারের ছেলে মানিক মিয়া (৯)। তারা আশুলিয়ায় একটি মাদ্রাসায় অধ্যয়নরত ছিল।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে স্থানীয়রা শান্তিনগর এলাকার একটি পুকুরে দুইটি শিশুর মরদেহ ভাসতে দেখে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
নিহত শিশুদের পরিবারের সদস্যরা জানান, গতকাল সন্ধ্যা থেকে লিমন ও মানিক নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর সকালে পুকুরে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে তারা সেখানে ছুটে যান এবং শিশু দুইটির লাশ দেখে পরিচয় নিশ্চিত করেন।
আশুলিয়া  থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল্লাহ আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।