সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারে আজ রোববার (৯ মার্চ) রাত ৯ টারদিকে গুলি ছুঁড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণপট্টিতে দিলীপ স্বর্ণালয় নামের দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় দোকান মালিক নিহত হয়েছেন। তার নাম দিলীপ দাস (৪৫)। ডাকাতদল তাকে রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়েছে। তবে কি পরিমাণ স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট হয়েছে তা জানা যায়নি। ডাকাতদের হামলায় গুরুতর আহত দিলীপ দাসকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত দিলীপ দাস পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর এলাকার মৃত দুলাল দাস দয়ালের ছেলে এবং তিনি দিলীপ স্বর্ণালঙ্কার সত্ত্বাধিকারী। জানা গেছে, ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন ধামরাই সীমানা লাগোয়া ধলেশ্বরী নদীর তীরে সাভারের অন্যতম বৃহৎ বাজার নয়ারহাট। ব্যস্ততম ঐতিয্যবাহী এ বাজারের স্যালুঘাটে দিলীপ দাসের মালিকানাধীন দিলীপ স্বর্ণালয়ে রাত ৯ টারদিকে ৭/৮ জনের একদল ডাকাত ককটেল বিস্ফোরণ ও গুলি ছুঁড়ে ভেতরে প্রবেশ করে। দোকানের ভেতরে এ সময় দিলীপ দাস ও তার স্ত্রী ছিলেন। তাদের জিম্মি করে ডাকাতদল স্বর্ণালংকার ও টাকা পয়সা লুটপাট চালায়। এ সময় বাজারের বেশীর ভাগ ব্যবসায়ী দোকান বন্ধ করে একাধিক মসজিদে তারাবিহর নামাজ আদায় করছিলেন। তবে পার্শ্ববর্তী কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে বাধা দেয়ার চেষ্টা করে। একই সময় ডাকাতিতে বাধা দেয়ায় ডাকাতরা দোকান মালিক দিলীপ দাসকে রাম দা দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। নিহতের ভাই কৃষ্ঞ দাস জানান, গুরুতর আহত তার ভাই দিলীপকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি দৈনিক ফুলকিকে আরও জানান, ডাকাতদের আক্রমণে দিলীপ দাসের ফুসফুস ছিঁড়ে মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। আশুলিয়া থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।