গতকাল ১৩/১২/২০২৪ (শুক্রবার) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের নতুন কমিটি গঠনের লক্ষে নাগরগঞ্জ বাজারে বিশেষ এক কর্মীসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মীর্জা ওবায়দুল ইসলাম, সাবেক আহ্বায়ক, দিনাজপুর জেলা শাখা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গণধিকার পরিষদের বিভিন্ন অবকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব মোঃ আবু হানিফ, সভাপতি, গনঅধিকার পরিষদ, বীরগঞ্জ উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মোঃ কাইফুর রহমান পারভেজ সাবেক, যুগ্ম আহ্বায়ক, দিনাজপুর জেলা শাখা। জনাব মোঃ পিয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক, বীরগঞ্জ উপজেলা শাখা। জনাব মোঃ আলমগীর হোসেন, সহ সভাপতি, বীরগঞ্জ উপজেলা শাখা। জনাব মোঃ আজিমউদ্দিন, সহ সভাপতি, বীরগঞ্জ উপজেলা শাখা। মোঃ ওবায়দুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক, মোঃ আবু সাঈদ, দপ্তর সম্পাদক, বীরগঞ্জ উপজেলা শাখা। অনুষ্ঠানের বিভিন্ন বক্তব্যে আলোচকরা বলেন গণধিকার পরিষদে যোগ দিতে হলে বিভিন্ন নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে এবং গনঅধিকার পরিষদেই জনতার সুষ্ঠু অধিকার নিশ্চিত।