পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল বারেক শেখ (৫০) নামে এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আব্দুল বারেক শেখ উপজেলার ২নং বালিপাড়া ইউনিয়নের ৬ নং মধ্য বালিপাড়া ওয়ার্ডের মৃত আব্দুল হাকিম শেখের পুত্র এবং বালিপাড়া বাজারের পশ্চিম পাশে অবস্থিত একজন নিয়মিত হোটেল ব্যবসায়ী। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০.৩০টায় নিজ দোকানের ফ্রিজ মেরামত করতে গিয়ে ফ্রিজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল বারেক শেখ দোকানের কেনাবেচা শেষে দোকানের মালামাল গুছিয়ে তার দোকানের ব্যবহৃত ফ্রিজটিতে সমস্যা দেখা দেওয়ায় সেটি নিজে মেরামতের চেষ্টা করেন। এ সময় অসাবধানতা বসত বসা অবস্থায় ফ্রিজের তারে হাত দিলে বসা অবস্হায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শী এক কিশোর বিষয়টি দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে জানালে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা এসে তাকে বসা অবস্থায় দেখেন এবং অতি দ্রুত স্হানীয় পল্লী চিকিৎসকদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। পরে সেখান থেকে স্বজনরা  তার লাশ বাড়িতে নিয়ে যান।

এ ব্যাপারে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান,উপজেলার বালিপাড়া বাজারে নিজ দোকানে ফ্রিজের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হোটেল ব্যবসায়ীর মৃত্যুর খবর শুনে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্হল পরিদর্শন করেছি। এ ব্যাপারে অত্র থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হচ্ছে।