ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুনঃ উদ্বোধন করা হয়েছে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ২০২৩-২৪। আজ ৩রা নভেম্বর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। জুলাই বিপ্লবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে পূর্বঘোষিত সময় অনুযায়ী আয়োজিত না হওয়ায় ইবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে টুর্নামেন্টের পুনঃ উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ক্রীড়াক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রয়েছে। জাতীয় পর্যায়ের বেশ করেকটি প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদরা প্রতিষ্ঠানের পরিচিতি বাড়িয়েছে। ক্রীড়া ক্ষেত্রগুলো আরও আধুনিকায়ন করা হবে।” এছাড়াও তিনি আহ্বায়ক কমিটির সকল প্রস্তাবনায় সম্মতি প্রদান করেছেন। খেলোয়াড়দের জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় “ব্লু” উপাধি প্রদানের আশ্বাসও দেন তিনি। তবে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান। ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মতিনুর রহমান। এছাড়া প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন, আইন অনুষদের ডিন ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।