ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাসরুমের দখল নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে একাধিক বিভাগের শিক্ষার্থীরা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাসরুমের দখল নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে একাধিক বিভাগের শিক্ষার্থীরা। এর জের ধরে গতকাল (৪ঠা নভেম্বর) আমরণ অনশনে নামে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে ক্লাস কার্যক্রম চলে বিভাগটির। তারা দাবি করছে, তাদের জন্য বরাদ্দকৃত ক্লাসরুম ব্যবহার করছে ফোকলোর স্টাডিজ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ। এর আগে দ্বন্দ্বে লিপ্ত বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে। গতকাল প্রশাসন ভবনে নিজেদের দাবি উত্থাপন করলেও আশানুরূপ ফল পায়নি তারা। এরপর সেখানে প্রশাসন বিরোধী স্লোগান দেয় ও যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন করার কঠোর সিদ্ধান্ত নেয় চারুকলা বিভাগ।অনশনকালীন ৪জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ইবি চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। প্রশাসনের পক্ষ থেকে কলা অনুষদের ডিন ড. এমতাজ হোসেন ও প্রক্টর ড. মো. শাহিনুজ্জামান শিক্ষার্থীদের সাথে কথা বলে অনশন ত্যাগ করতে বলেন। কিন্তু দাবি আদায়ের বিষয়ে কঠোর অবস্থানের ঘোষণা দেয় চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। তারা জানায়, চারুকলা বিভাগের জন্য রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৪র্থ তলায় ২৫টি রুম বরাদ্দ করে সাবেক প্রশাসন। কিন্তু রুমগুলো অবৈধভাবে দখল করেছে ফোকলোর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ। প্রশাসনের আশ্বাসকে তারা আর বিশ্বাস করতে পারছে না। তাই তাদের এই কঠোর অবস্থান।ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা জানায়, তাদের তুলনায় নতুন বিভাগ হওয়া সত্ত্বেও চারুকলা ২৫টি রুম বরাদ্দ পায়। অথচ ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ মাত্র ২টি ক্লাসরুম নিয়ে ধুকছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ক্লাসরুম দখলের অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে তারা।সংকটময় এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আজ মঙ্গলবার উপাচার্যের সঙ্গে আলোচনার প্রস্তাব করেন প্রশাসনিক কর্মকর্তারা। মুঠোফোনে শিক্ষার্থীদের সাথে কথা বলেন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এরপর ভোর ৪টায় এক সংবাদ সম্মেলনে অনশন স্থগিত করার কথা জানান চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।