ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের নানামূখী কর্মসূচি ও চলমান ক্লাসরুম দখল অভিযোগের সমাধান করা হয়েছে। আজ ৫ই নভেম্বর ইবি উপাচার্যের সভাকক্ষে বিভাগীয় সভাপতি ও ডিনদের উপস্থিতিতে উপাচার্যের জরুরি সভা আয়োজনের মাধ্যমে এ সমস্যার সমাধান করা হয়। ইবির চারুকলা, ফোকলোর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ক্লাসরুম দখলের ত্রিমূখী দ্বন্দ্বের পর আরও যুক্ত হয় ইসলামের ইতিহাস আর আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রুম দখল ইস্যু। প্রতিটি বিভাগই কঠোর অবস্থানের জানান দেয়। চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসে। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগও অনশনে বসার হুশিয়ারি দেয়। পরবর্তীতে ক্লাস পরীক্ষা বর্জন করে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। বহুমূখী এ সমস্যার সমাধানে উপাচার্যের হস্তক্ষেপে জরুরি সভার আয়োজন করা হয়। এ সভায় সম্মিলিত সিদ্ধান্ত গৃহীত হয় যে, রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৩য় তলায় ফোকলোর স্টাডিজ এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, ৪র্থ তলায় চারুকলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ আর এসি সেটআপ করার শর্তে ৫ম তলায় থাকবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ও কলা অনুষদের ডিন অফিস। দীর্ঘদিন নির্মাণাধীন থাকায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের বিভাগগুলো স্থিতিশীল হতে পারছিল না। এবিষয়ে প্রক্টর অধ্যপক ড. শাহীনুজ্জামান বর্তমান প্রশাসনকে কৃতিত্ব দিয়ে শিক্ষার্থীদেরকে শৃঙ্খলায় ফিরে আসতে বলেন।