ইসকন নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ

ইসকন নিষিদ্ধের দাবিতে মোরেলগন্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে,৩০ শে নভেম্বর রোজ শনিবার সকাল ৯ টার দিকে আবু হুরায়রা আদর্শ দাখিল মাদ্রাসার মাঠে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে উপজেলার বিভিন্ন স্থানে মিছিল করতে দেখা গেছে, সমাবেশ থেকে বক্তারা বলেন  ইসকনের সকল প্রকার কার্যক্রম বন্ধ ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে, বাংলাদেশে মুসলিম ও হিন্দুদের ভিতর সম্প্রীত বিনষ্টের চেষ্টা করছে একটি মহল,শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে,সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে যেভাবে পতন করানো হয়েছে, ইসকন কে সেভাবে নিষিদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে বলা হয়েছে,এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, শিক্ষা ও গবেষণা জেলা সভাপতি বাগেরহাট ০৪ নির্বাচনী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোরেলগন্জ উপজেলা আমীর মাওলানা মোঃ শাহাদাৎ হোসেন, পৌরসভার আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা আব্দুস সালাম,মাওলানা মহিবুল্লাহ রফিক, মাষ্টার মনির, মোরেলগন্জ উপজেলা মাদ্রাসা শিক্ষা পরিষদের সভাপতি মাওলানা এম এ বারি,  শ্রমিক কল্যান নেতা অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার, যুব নতা শফিউল আযম,নিয়াজ খান ,নাঈম শেখ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মোরেলগন্জ উপজেলার সন্তান মোঃ মাহফুজুর রহমানের পিতা আঃ মান্নান সহ স্থানীয় নেতৃবৃন্দ।