দখলদার ইসরাঈলের আগ্রাসনের বিরুদ্ধে, মসজিদুল আকসা পূণরুদ্ধার ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে মাদারীপুরের ডাসারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৭ই এপ্রিল(সোমবার) বিকেলে উপজেলার পুরাতন থানার মোড় এলাকা থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।অতঃপর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার  সামনে এসে ইসরায়েল বিরোধী প্লেকার্ড লেখা হাতে নিয়ে ঘন্টাব্যাপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

টানা ১৮ মাস চলমান যুদ্ধে ইসলাইলকে সমর্থন দিয়ে যাওয়ায়  যুক্তরাষ্ট্রের প্রতিও তিব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন বিক্ষোভ মিছিল অংশে নেওয়া লোকজন।

এসময় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জামায়েত নেতা মাওলানা হাবিবুর রহমান, হেফাজত নেতা মুফতি আবু আলেম,মাওলানা বেলাল হোসেন, মওলানা আহম্মেদ হোসাইন,হাফেজ আবুল খায়ের,বিএনপি নেতা নুরজ্জামান তালুকদার সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

 বিক্ষোভকারীরা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধে বিশ্বকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, এটি সমগ্র মানবতার সমস্যা।’