জামালপুরের সরিষাবাটি উপজেলায় গত মঙ্গলবার বিকেলে বাউসি ঝিনাই পেট্রোল পাম্প এলাকায় ইসলামিক আন্দোলন বাংলাদেশ সরিষাবাড়ী শাখার  দিবাসিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে মাওলানা আবু বকর সিদ্দিককে সভাপতি ও আলী আকবর কে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরিষাবাড়ী শাখা সূত্রে জানা গেছে, দেবাসিক সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ঢাকার সাধারণ সম্পাদক হাফেজ আলী আকবর সিদ্দিকী। সম্মেলন উদ্বোধন করেন ইসলামিক আন্দোলন   বক্তব্য দেন জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজী। অন্যদের মধ্যে বক্তব্য দেন জামালপুর জেলা শাখা সাংগঠনিক সম্পাদক মুফতি মোজাম্মেল হক, উপজেলা শাখার সহ-সভাপতি মাহবুবুর রহমান  প্রমুখ। পরে সন্ধ্যায় উপজেলা শাখার ৩ সদস্য কমিটি নতুন ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে  হাফেজ আলী আকবর সিদ্দিকীর না ঘোষণা করা হয়। ইসলামিক আন্দোলন বাংলাদেশ পরিষ্কারভাবে শাখা নতুন কমিটির সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, ৩ সদস্যকে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আমাকে সভাপতি করায় খুব খুশি হয়েছে।