ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের পক্ষ হতে বলা হয়, দাবি সমূহের দ্রুত বাস্তবায়ন না তারা পরবর্তীতে আরো বড় কর্মসুচী ও আন্দোলোনে যেতে বাধ্য হবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অবহেলায় ক্ষুব্দ ছাত্র জনতার ০৭ দফা দাবির কাংক্ষিত উত্তর  না পাওয়ায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঘেরাও কর্মসুচী পালন করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ ৭ দফার দাবির কাংক্ষিত উত্তর  না পাওয়ায় আজ তারা তাদের দফা ১২ দফায় উন্নিত করে তা পেশ করে। দাবি গুলোর মধ্যে রয়েছে – অনতিবিলম্বে ছাত্র বান্দব সৎ, যোগ্য ও দক্ষ ভিসি নিয়োগ,  প্রো-ভিসি ও ট্রেজারার কে অপসারন করে সৎ ,যোগ্য প্রো-ভিসি ও ট্রেজারারনিয়োগ,  অনার্স-২০২২ এর স্থগিত পরীক্ষা গ্রহন করে ১ মাসের মধ্যে ফল প্রকাশ, মাস্টার্স-২০২২ এর পরীক্ষা গ্রহন করে দ্রুত ফল প্রকাশ, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কামিল-২০২২ এর ফলাফল প্রকাশ, ২০২৩ সালের ফাজিল – কামিল পরীক্ষা এ বছরের মধ্যে সম্পন্ন করা, ২০২৩ সালের অনার্স-মাস্টার্স পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে গ্রহণ ও ৪৫ দিনের মধ্যে ফল প্রকাশ, সেশনজট  নিরসনের লক্ষ্যে পরবর্তী পরীক্ষা সমুহ সিলেবাস কমিয়ে ক্রাশ প্রোগ্রাম গ্রহণের মাধ্যমে সম্পন্ন করা, ফল প্রকাশের ৬ মাসের মধ্যে সনদ হস্তান্তর, অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের ন্যায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) এর সনদপত্র দিয়ে প্রভাষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করার প্রক্রিয়া অতিদ্রুত বাস্তবায়ন, দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়, নির্জীব প্রশাসনিক কাঠামোকে সক্রিয় করা এবং বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ক্যাম্পাসের কাজ অতি দ্রুত সম্পন্ন করে পাঠদান শুরু করা।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের পক্ষ হতে বলা হয়, দাবি সমূহের দ্রুত বাস্তবায়ন না তারা পরবর্তীতে আরো বড় কর্মসুচী ও আন্দোলোনে যেতে বাধ্য হবে।