২৮ মার্চ জুমাবার বিকালে ইসলামি পাঠাগার দারোগাহাট রাস্তার মাথার ইফতার ও দোয়া মাহফিল স্থানীয় তাসিন বধুবর কমিটি সেন্টারে সম্পন্ন হয়েছে

২৮ মার্চ জুমাবার বিকালে ইসলামি  পাঠাগার দারোগাহাট রাস্তার মাথার ইফতার ও দোয়া মাহফিল স্থানীয় তাসিন বধুবর কমিটি সেন্টারে  সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী  আলহাজ্ব কাজী কেফায়েত উল্লাহ । 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন  এডভোকেট এ এস এম কামাল উদ্দিন, রাশেদুল হাসান রানা, নেয়ামত উল্লাহ চৌধুরী আরিফ, কামরুল ফাউন্ডেশন'র চেয়ারম্যান কামরুল ইসলাম, জাহেদ হোসাইন,মাওলানা তারেক হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা করিমুল হক নুরী, মাও : আমির হোসাইন,করিম উল্লাহ,  মোঃ শাহ আলম  নজরুল ইসলাম,  নুরুল আলম চৌধুরী, রাশেদুল  ইসলাম,  নুরুল আমিন,আব্দুল হালিম, মোঃ মনসুর সহ এলাকার  গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাঠাগারের    সদস্যবৃন্দ,  ও বিভিন্ন শ্রেণি পেশার রোজাদার  মানুষ। 
পাঠাগার সহ-সভাপতি মোকসেদ আহমেদ মুন্না'র সঞ্চালনায় ও  সভাপতি মাওলানা আবুল হোসেন ফারুকীর  সভাপতিত্বে ইফতার ও  দোয়া মাহফিল শুরু ও  সমাপ্ত হয়।