ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সখিপুর থানার সখিপুর স্কুল মাঠে আয়োজিত এই মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আহসান হাবিব সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শরীয়তপুর জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সাইফুল ইসলাম, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শরীয়তপুর জেলা, মুফতি মনির হোসেন মালত, সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ, শরীয়তপুর জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা কেরামত আলী, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা তাওহিদুল ইসলাম,মুহাম্মদ শাহজালাল, মো: ইমন সরদার, মো: বোরহান মাল রমজানের তাৎপর্য ও ইসলামী জীবনব্যবস্থার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সভাপতিত্ব করেন মাওলানা আনোয়ার আল নোমান সভাপতি সখিপুর থানা শাখা, সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম রাসেল সেক্রেটারি সখিপুর থানা শাখা।
সংগঠনের নেতারা বলেন, রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা সকলকে আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।