ঈদগাঁও-ঈদগড় সড়কে মিজান নামের মসজিদের ইমাম অপহৃত হয়েছে

ঈদগাঁও-ঈদগড় সড়কে মিজান নামের মসজিদের ইমাম অপহৃত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে সিএনজি যোগে ঈদগাঁওতে যাওয়ার প্রাক্কালে এই অপহরণের ঘটনা ঘটে। অপহৃত ইমাম স্থানীয় বাসিন্দা ও বড়বিল এবতেদায়ী মাদ্রাসার সুপার ও ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালার ঈদগড় কাঠা জঙ্গলের মসজিদের ইমাম মিজানুর রহমান আজিজী(৩০) বলে জানা গেছে। অপহরণের স্বীকার মিজানুর রহমান বর্ণিত এলাকার মৃত আব্দু জলিলের সন্তান। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মছিউর রহমান জানান,অপহরণের সংবাদ পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এবং অপহৃতকে উদ্ধারে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে উদ্বেগ-উৎকন্ঠায় অপহৃতের পরিবার ও স্বজনরা।