এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন যাত্রীদের স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করা এটি আমাদের দায়িত্ব। কোন প্রকার হয়রানি ও ঈদ উপলক্ষে নির্দিষ্ট ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হলে জেলা পুলিশ রাজবাড়ীকে অবহিত করুন,মানুষ স্বস্তিতে বাড়িতে যাচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট, লঞ্চঘাট ও বাস টার্মিনাল পরিদর্শন করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম)। শনিবার দুপুরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি সার্ভিস, লঞ্চসহ অনান্য যানবাহন সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকল্পে দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেন তিনি।

এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন যাত্রীদের স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করা এটি আমাদের দায়িত্ব। কোন প্রকার হয়রানি ও ঈদ উপলক্ষে নির্দিষ্ট ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হলে জেলা পুলিশ রাজবাড়ীকে অবহিত করুন,মানুষ স্বস্তিতে বাড়িতে যাচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

ফেরিঘাট পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।