আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পোশাক কারখানার শ্রমিকদের বেতন, বোনাস নিয়ে আলোচনা করার সময় উঠে এসেছে অনেক তথ্য।

যেমন ঈদে কত দিন ছুটি ঘোষণা করা হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে ২০ শে রমজানের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করছেন শ্রমিকরা।  ৭ থেকে ৮দিন ছুটি হতে পারে বলে মনে করছেন শ্রমিকরা।
কিন্তু ঈদের বোনাস ও বেতন নিয়ে আছে অনেক সমস্যা। যেমন শ্রমিকরা ধারণা করছেন যে, ঈদুল ফিতর উপলক্ষে ঈদের বোনাস সহ হাফ (৫০%) ব্যসিক বেতন দিতে পারে। এ বিষয়ে মালিক পক্ষের কেউ কোন সিদ্ধান্ত এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই।তবে নোটিশের মাধ্যমে অবগত করা হবে বলে জানিয়েছেন কতৃপক্ষ।

এদিকে স্পিনিং মিলের (সুতা তৈরির কারখানা) সবকিছু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি শ্রমিকদের অভিযোগ যে তাদের কোন সমস্যাই কার চোখে পড়ে না এবং এর কোন নির্দিষ্ট ধারণা ও তাদের নাই। তবে স্থানীয় সূত্রে জানা যায় যে সর্বোচ্চ ৫ দিন ছুটি ঘোষণা করা হতে পারে বলে ধারণা করছে তারা। বেতন, বোনাসের বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কোন ধারণা নেই। কারণ ২৫ শে মার্চ যদি ছুটি ঘোষণা হয় তাহলে বোনাস হবে কিন্তু বেতন নিয়ে কোন নির্দিষ্ট ধারণা তাদের নাই।