কক্সবাজারের উখিয়ার থাইংখালী বিটে বনবিভাগ অভিযান চালিয়ে রাতের আঁধারে পাচারকালে কাঠভর্তি ড্রাম-ট্রাক জব্দ করা হয়েছে

কক্সবাজারের উখিয়ার থাইংখালী বিটে বনবিভাগ অভিযান চালিয়ে রাতের আঁধারে পাচারকালে কাঠভর্তি ড্রাম-ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) রাত দেড়টার দিকে গোপন সংবাদ এর ভিক্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নে থাইংখালী বন-বিটে বিট কর্মকর্তা বিকাশ দাশের নেতৃত্বে, সঙ্গীয় সহকর্মীসহ অভিযান চালিয়ে বটতলী ব্রীজ এলাকার সংরক্ষিত বনভূমির মোছারখোলা সড়কে বটতলী ব্রীজ হতে সংরক্ষিত বনভূমির মোছারখোলা ২০১৯-২০ আর্থিক সনের সুফল প্রকল্পের বিভিন্ন প্রজাতির সল্প মেয়াদি সৃজিত বাগানের অবৈধভাবে কর্তনকৃত গাছসহ গাড়ি জব্দ করে উখিয়া রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন-সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) মো. শাহিনুর ইসলাম শাহিন, বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে থাইংখালী মোছারখোলা এলাকায় কতিপয় গাছ ভর্তি একটি ড্রাম ট্রাক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাকটি জব্দ করা হয়েছে। শ্রমিকসহ চালক ভয়ে পালিয়ে গেছে। তিনি বলেন, রিজাভ বাগানের চাতিয়ান,জাম ও আকাশমনি সহ প্রায় ৮০ ঘনফুট গাছ ভর্তি একটি ড্রাম-ট্রাক (গাড়ি নং-চট্র মেট্রো-ড-১১-০৩৮৭) জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন প্রকৃত আসামী খুঁজে বের করে বন আইন,১৯২৭ (যাহা ২০০০ সালে সংশোধিত) অনুযায়ী পিওআর মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।