কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় ডাম্পার সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে, ড্রাইভার সহ আহত সকলেই সিএনজির যাত্রী ছিলেন।
ঘটনাটি ঘটেছে উখিয়া উপজেলার কোটবাজার লাগোয়া ভালুকিয়া রোড়ের মসজিদ সংলগ্ন স্থানে।
শনিবার (৮মার্চ) দুপুর আনুমানিক ৩ টার দিকে উখিয়া কোটবাজার ভালুকিয়া সড়কে বিপরীত দিক থেকে আশা ডাম্পার সিএনজি কে ধাক্কা দিলে সিএনজি টি গর্তে পড়ে যায়,এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায়, সেখানে থাকা ড্রাইভার সহ ৪ জন যাত্রী গুরুতর আহত হয়ে স্হানীয়দের সহয়তায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করানো হয়।
আহত ব্যক্তির মধ্যে চালকের নাম পরিচয় পাওয়া গেলেও বাকি চার জনের নাম ঠিকানা নেওয়া সম্ভব হয়নি। আহত চালক হলেন, উখিয়ার চাকবৈটা এলাকার মিয়া হোসেনের ছেলে, আব্দুল মাজেদ (২৫) বাকিদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।
ঘটনা স্হলে উপস্থিত পুলিশ সূত্রে জানা গেছে,আটক গাড়ি দুইটি জব্দ করা হয়েছে, এবিষয়ে, আইনী কার্যক্রম চলমান রয়েছে।