কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি দোকান ভেঙে দেয়া হয়েছে।
মঙ্গলবার (৮এপ্রিল) সকাল থেকে উপজেলার রাজাপালং ইউনিয়নের লম্বাশিয়া স্থানে ও উখিয়া সদর বনবিট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া রেঞ্জের বন কর্মকর্তা (আরএফও) শাহিনূর ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বনভূমির ওপর গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হয়। বনবিভাগ সূত্রে জানা গেছে, এসব দোকান দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনাঞ্চলে গড়ে উঠেছিল, যা বন আইন লঙ্ঘনের সামিল।

স্থানীয় সূত্র জানা যায়, বেশ কিছুদিন ধরেই এলাকাবাসীর অভিযোগ ছিল যে বনভূমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। আজকের এই অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

বন কর্মকর্তা বলেন, “বনের জায়গা দখল করে কেউ অবৈধ স্থাপনা গড়ে তুলতে পারবে না। পরিবেশ ও বন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”