কক্সবাজারের উখিয়ায়র রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে একটি সাব –মেশিনগান, ১৪লাখ টাকা সহ ৪জনকে আটক করেছে যৌথ বাহিনী।

গতকাল  রোববার   সন্ধ্যায় উখিয়ার বালুখালী ১১নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে সি–৬ ব্লকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 
আটক হওয়া ৪জন হলেন  বালুখালী ৯নম্বর  রোহিঙ্গা  আশ্রয়শিবিরের সি–১৪ ব্লকের নুর বশরের ছেলে মনসুর আহমদ (৩২) সি –১৬ব্লকের মো, নাজিমুদ্দিনের ছেলে ইয়াছির আরাফাত  (৩৫) ১১নম্বর রোহিঙ্গা  আশ্রয়শিবিরের ই–ব্লকের মো,ইউছুফের ছেলে মো, আনাস(৩০) এবং  সি –ব্লকের  ছৈয়দ আহমেদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৫)   তাঁরা  সবাই  ডাকাত  দল নবী হোসেন বাহিনীর  সদস্য বলে জানিয়েছে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে  আশ্রয়শিবিরে নবী হোসেন  বাহিনীর সদস্যরা বিদেশি  একটি অস্ত্রের চালান নিয়ে এসেছে  এমন খবর পেয়ে  পুলিশ , এপিবিএন ও সেনাবাহিনী  যৌথভাবে আশ্রয়শিবিরের একটি ঘর ঘিরে অভিযান চালায়।     এ সময় ওই ঘর থেকে একজন পালিয়ে গেলে ও চারজনকে আটক    করা      সম্ভব হয়।    
অভিযানে একটি  সাব–মেশিনগান ও ১৪ লাখ টাকা  উদ্ধার করা হয় ।    আটক  ব্যক্তিরা অস্ত্রটি নবী হোসেনের আস্তানায় নিয়ে যাচ্ছিলেন
উদ্ধার করা টাকা  ও অস্ত্রের লেনদেনর জন্য  মজুদ করা হয়।  
পুলিশ কর্মিকর্তারা জানান, নবী হোসেন  সীমান্তে মাদক ও অস্ত্র  পাচারের  অন্যতম মূল হোতা নিজের নামে বাহিনী  গড়ে তুলে দীর্ঘদিন ধরে আশ্রয়শিবিরে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন।  বছরখানেক ধরে তিনি আরাকান  রোহিঙ্গা আর্মি ( এআরএ) এর প্রধান কমান্ডার  হিসেবে  কাজ  করছেন। 
উখিয়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ  আরিফ হোসাইন চারজনকে  গ্রেফতার  এবং  অস্ত্র  উদ্ধারের বিষয়টি  নিশ্চিত  করেছেন 
তিনি আজ সোমবার  সকালে বলেন এ ঘটনসয় মামলার প্রস্তুতি  চলছে।